বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

নারী দিবসে বাংলা গান গাইলেন জ্যাকুলিন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

নারী দিবসে বাংলা গান গাইলেন জ্যাকুলিন 

‘গেন্দা ফুল’ গানে ‘বড়লোকের বেটি’সবার মন জয় করেছিলেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। তার চার বছর পর গান নিজেই গাইলেন গান। তাও আবার বাংলায়। আজ ৮ মার্চ নারী দিবস উপলক্ষে প্রকাশ্যে এসেছে গানটির মিউজিক ভিডিও। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গানটির শিরোনাম  ‘আমি কাফি’। এর বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি গলা মিলিয়েছেন জ্যাকুলিন। এটি প্রযোজনা করেছেন এসভিএফ মিউজিক।

1741357864_jf-1

এদিকে প্রথম বার বাংলা গানে কণ্ঠ দিয়ে বেশ উচ্ছ্বসিত জ্যাকুলিন। তিনি বলেন, ‘‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে।’’

মিউজিক ভিডিওতে দেখা যাবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের। সে তালিকায় আছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য এবং অঙ্কিতা সিংহ প্রমুখ।

jaqline-20230126125152

এর আগে জ্যাকুলিন আলোচনায় আসেন গেল ভালোবাসা দিবসে। এর নেপথ্যে ছিলেন তার প্রেমিক পরিচয় দেওয়া সুকেশ চন্দ্রশেখর। ভালোবাসার দিনে জ্যাকুকে আস্ত একটি উড়োজাহাজ উপহার দেন সুকেশ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর