সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

অনুষ্ঠানে হেনস্তার শিকার হানিয়া আমির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সৌন্দর্য দিয়ে সবার মন কেড়েছেন পাকিস্তানি সুন্দরী অভিনেত্রী হানিয়া আমির। এমন লাস্যময়ীকে কেউ সরে বসতে বলবেন ভাবাই যায় না। অথচ বেরসিক আয়োজকরা রীতিমতো হেনস্তা করলেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। 

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে একটা লম্বা পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যে আমার ভক্তদের প্রচণ্ড ভালোবাসি ও সম্মান করি সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যারা আমার সঙ্গে ওই অনুষ্ঠানে দেখা করতে এসেছিলেন আমি সাধ্যমত সকলের সঙ্গে আলাপ করেছি। কিন্তু, শেষটা এত খারাপ হবে সত্যিই ভাবিনি।’


বিজ্ঞাপন


10192302aa30c60

ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলাম। বেশ ভালোই ছিল মুহূর্তটা। আমার বসার জায়গার পেছনে হঠাৎ শুনতে পাই অনুষ্ঠানের এক আয়োজক আমার ম্যানেজারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন। আমি পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু, তাতে লাভ হয়নি। এই ঘটনায় আমার ম্যানেজার খুবই হতাশ হয়ে পড়েন। স্টেজের পেছনে চলে যান। আমিও তার সঙ্গে যাই। সেখানেও যখন ছবি তোলার হিড়িক তখন আয়োজকদের খারাপ ব্যবহার চরমে পৌঁছায়।’

অভিনেত্রীর কথায়, ‘পুরুষতন্ত্র সমাজের কোনো অধিকার নেই একজন নারীর সঙ্গে এই রকম খারাপ আচরণ করার। আমরাই আমাদের লড়াই লড়তে পারব। নিজেরাই নিজেদের পক্ষে দাঁড়াব।’

prothomalo-bangla_2024-11-12_d3m1mich_haniaheheofficial172899519834793863673332987812336762476_20241112_185535798


বিজ্ঞাপন


শেষে দুঃখ প্রকাশ করে হানিয়া লিখেছেন, ‘যারা আমার অনুষ্ঠানে এসে এই পরিস্থিতির সম্মুখীন হলেন তাঁদের কাছে আমি লজ্জিত। মন থেকে ক্ষমা চাইছি। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জন্য দুঃখিত।’

হানিয়া জানান ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সেখানকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এমন অপ্রত্যাশিত আচরণের শিকার হন অভিনেত্রী। যা শুনে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করছেন তার অনুরাগীরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর