রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

বিয়ের প্রশ্নে যা বললেন হানিয়া আমির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রীর একজন হিসেবে বিবেচনা করা হয় হানিয়া আমিরকে। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম না। অভিনেত্রীকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। অনেকে জানতে চান তার বিয়ের খবরাখবর। এবার সে প্রশ্নের জবাব দিলেন হানিয়া।

সম্প্রতি কানাডায় আছেন হানিয়া। সেখানে টরন্টোতে ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিনেত্রীকে বিয়ে সম্পর্কে প্রশ্ন করতেই জবাব দেন, ‘এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সাধারণ নারী, যখনই আমি বিয়ে করি না কেন, ঘোষণা দিয়েই বিয়ে করব।’


বিজ্ঞাপন


prothomalo-bangla_2024-11-12_d3m1mich_haniaheheofficial172899519834793863673332987812336762476

এ অনুষ্ঠানে পেশাগতজীবনের বাইরে ব্যক্তিগতজীবন নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা। যা ভক্তরা গিলেছেন গোগ্রাসে। 

হানিয়ার জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে। ‘কাভি মে কাভি তুম’সহ বেশ কয়েকটি পাকিস্তানি ড্রামাতে অভিনয়ের সুবাদে এই জনপ্রিয়তা তার। সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন মিলিয়ন মিলিয়ন নেটিজেন। সারাক্ষণই তাদের চোখ ঘোরে অভিনেত্রীর ওয়ালে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর