শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

শুটিং সেটে আহত হৃতিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

শুটিং সেটে আহত হৃতিক

‘ওয়ার’ সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের। ভক্তরাও অপেক্ষায় প্রহর গুনছেন তীর্থের কাকের মতো। এরইমধ্যে মন খারাপ করা খবর। ‘ওয়ার ২’-এর শুটিং সেটে আহত হৃতিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, ছবির গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পেয়েছেন হৃতিক। ওই দৃশ্যের মহড়ায় অংশ নিয়েছিলেন হৃতিক ও দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। ওই সময় পায়ে আঘাত পান পর্দার কৃশ।

Hrithik_Roshan_-Junior_NTR

এদিকে হৃতিক আহত হতেই শুটিং বন্ধ করে দিয়েছেন ছবির পরিচালক। অন্যদিকে চিকিৎসক চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন হৃতিককে। অন্যথায় এই আঘাত থেকে বড় সমস্যা হতে পারে বলে দিয়েছেন সতর্কবার্তা। 

ছবির আগের পর্ব হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। এবার সঙ্গে নেওয়া হয়েছে এনটিআর জুনিয়রকে। দুজনের জমাটি নাচ আছে সিনেমায়। সে দৃশ্য ফুটিয়ে তুলতেই আহত অভিনেতা। 

Hrithik-Roshan's-earnings-from-his-last-2-big-budget-movies

২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’। ছবিটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। তবে সিক্যুয়েল পরিচলনার দায়িত্ব পেয়েছেন অয়ন মুখোপাধ্যায়। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর