আসছে বছরের শুরুতেই বড় চমক দিতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও হৃতিক রোশন। এক ফ্রেমে বাঁধা পড়ছেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে ভাববেন না যেন এক সিনেমায় দেখা যাবে দুই হাই ভোল্টেজ তারকাকে। বলিউডের সূত্রের খবর, আলি আব্বাস জফরের পরিচালনায় বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান ও হৃতিক।
বিজ্ঞাপন
এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বড় বাজেটের ছবিকেও। জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে অ্যাকশন প্রুফ বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।
সালমান খান বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই, কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান। অন্যদিকে আপাতত কোনো সিনেমা করছেন না হৃতিক।

