শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমির খানের প্রেমিকার সঙ্গে শাহরুখের যোগ! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

আমির খানের প্রেমিকার সঙ্গে শাহরুখের যোগ! 

ধুলো ঝাড়ার মতো অতীত ঝেড়ে ফেলেছেন বলিউড তারকা আমির খান। ৫৯ -এ পা দিয়েও জীবনে নামিয়েছেন ভরা বসন্ত। সম্প্রতি ছড়িয়ের পড়া মিস্টার পারফেকশনিস্টের প্রেমের গুঞ্জন অন্তত তাই বলে। 

এবার জানা গেল বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গেও যোগ রয়েছে তার নতুন প্রেমিকার। কেননা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আমিরের প্রেমিকার নাম গৌরী। অন্যদিকে কিং খানের স্ত্রীর নাম-ও গৌরী। ভালোয় ভালোয় বিয়েটা হলে শাহরুখের মতো আমিরের জীবনও একই নামের আলোয় তবে আলোকিত হবে।
যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে জানা গেছে ওই লাস্যময়ীর বাড়ি বেঙ্গালুরু। তবে বিনোদুনিয়ার আশেপাশে নেই তিনি। অন্য পেশার সঙ্গে যুক্ত। 


বিজ্ঞাপন


এদিকে শুধু আমিরের না, তার পরিবারের সদস্যদেরও নাকি মনে ধরেছে সে নারীকে। এরইমধ্যে ঘরের মানুষজনের সঙ্গে প্রেমিকার সাক্ষাৎ করিয়েছেন আমির। সেখান থেকে এসেছে সবুজ সংকেত। তাই বাধা বলতে কিছু রইলো না। 

এর আগে আমিরের নাম জড়িয়েছিল ফাতিমা সানা শেখের সঙ্গে। ‘দঙ্গল’ ছবিতে যিনি অভিনয় করেছিলেন আমিরের মেয়ের চরিত্রে। সেসময় জল কম ঘোলা হয়নি। নিজেরা মুখ না খুললেও বি-টাউনের আকাশে বাতাসে উড়েছে সে গুঞ্জন। 

আমিরকন্যা ইরা খানের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল ফাতিমার। ইরার শেয়ার করা ছবিতে ফাতিমার মুখ দেখা যেত। তাই দেখে অনেকে ধরে নিয়েছিলেন পরিবারের অংশ হিসেবে ফাতিমাকে মনে ধরেছে ইরারও।

আমির ও ফাতিমার গুঞ্জন আরও উসকে দিয়েছিলেন স্বঘোষিত সমালোচক কামাল আর খান। প্রায় বছর দুয়েক আগে এক টুইটে কেকেআর জানিয়েছিলেন আবারও নাকি বিয়ে করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। পাত্রীর নাম হিসেবে জুড়ে দিয়েছিলেন ফাতিমাকে।


বিজ্ঞাপন


কেকে লিখেছিলেন, ‘‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সী ফতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফতিমার সঙ্গে প্রেম করছেন আমির।’’

তবে সেসব গুঞ্জন গুজবে পরিণত করে আমির এখনও একা। ফাতিমার চর্চা থেমে গেছে। এবার নাম জুড়েছে নতুন এই বেঙ্গালুরুকন্যার। তাই অনুরাগীরা অনেকটা-ই উত্তেজিত। সিনিয়র সিটিজেন হতে আর এক বছর বাকি। তার আগেই কি গাঁটছড়া বাঁধছেন আমির? সেই চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে ভক্তকূলের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর