নব্বই দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যার সুরের জাদুতে বুদ হয়ে আছে ভারতসহ বিশ্বের কোটি কোটি অনুরাগীর মন। কণ্ঠ দিয়েছেন ছত্রিশ ভাষায় প্রায় আড়াই হাজারের বেশি গানে। বলছি ভারতীয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের কথা।
চুমু-কাণ্ডে বিতর্কিত উদিত নারায়ণ, মামলা খেলেন প্রাক্তন স্ত্রীর
বিজ্ঞাপন
সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে এক নারী অনুরাগীকে চুমু দিয়ে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। ওই ঘটনার বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কুনিকা সদানন্দ।
তিনি বলেছেন, ‘উদিতের ব্যবহারে কোনো দোষ দেখছি না । বরং উদিত একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুমু দিয়েছেন, সেই জায়গাটা ঠিক নয়। ঠোঁটে চুমু না দিয়ে গালে চুমু দিতে পারতেন। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।’
বিজ্ঞাপন
এখানেই শেষ নয় গায়কের হয়ে তিনি আরও বলেন, ‘এটা একটা পুরনো ভিডিও। দু’বছর আগের। এই ঘটনায় আমি কাউকে দোষ দিতে চায় না। থালায় লাড্ডু সাজিয়ে দিলে, লাড্ডু খাওয়া যাবে না। এটাতো ঠিক নয়।’
উদিত জনপ্রিয় ও সুপরিচিত সঙ্গীতশিল্পী, এই কারণেই তার দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করেন কুনিকা। এ প্রসঙ্গে স্বাক্ষাৎকারে তিনি বলেন, ‘মঞ্চে অনুষ্ঠান করার সময় শিল্পীদের মধ্যে উন্মাদনা কাজ করে। দর্শকদের ভালোবাসা নেশার মতো কাজ করে। ওই মুহূর্তে এই সব ঘটে থাকে।’
সেলফির বিনিময়ে তরুণীকে চুম্বন, মুখ খুললেন উদিত নারায়ণ
কড়া ভাষায় সমালোচকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘ওই মেয়েটি এসে চুমু দিয়ে চলে গেল। ওর তো আসায় উচিত হয়নি! সবচেয়ে বড় কথা, মেয়েটি কেন আপত্তি জানায়নি?’