বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমু-কাণ্ডে কদিন আগে সরগরম হয় সামাজিক মাধ্যম। নেটিজেনরাও ধুয়ে দিয়েছেন তাকে। সেই রেশ না কাটতেই নতুন ঝামেলা ভর করল গায়কের ঘাড়ে। প্রাক্তন স্ত্রী রঞ্জনা ঝা মামলা ঠুকেছেন উদিতের নামে।
রঞ্জনার অভিযোগ তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরা দিয়েছিলেন উদিত। তবে তিনি এই অভিযোগের মীমাংসার পরিবর্তে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। গায়কের দাবি, রঞ্জনা নাকি তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই নিয়েই এখন তর্জা তুঙ্গে।
বিজ্ঞাপন
সেই মামলার রিপোর্ট থেকে জানা যায়, আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার করে দিতেন উদিত। ২০২১ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এ ছাড়াও প্রথম স্ত্রীর নামে একটি জমিও লিখে দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ রুপির গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়না বিক্রি করে দেন রঞ্জনা।
এদিকে রঞ্জনার অভিযোগও বিস্তর। তিনি জানিয়েছেন, তাকে বিরক্ত করতে মুম্বাইয়ে দুষ্কৃতিকারী পাঠিয়েছিলেন গায়ক। আরও জানান বিয়ের পর থেকেই উপেক্ষা করছেন উদিত। এমনকী তাঁর জমি বিক্রির ১৮ লক্ষ রুপিও রেখেছেন নিজের কাছে।

