মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারীদের অশ্লীল হিসেবে প্রচারের অভিযোগ, হানি সিংয়ের নামে মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১১:০১ এএম

শেয়ার করুন:

loading/img

ভারতীয় র‍্যাপ গানের বরপুত্র ইয়ো ইয়ো হানি সিং। একক অ্যালবাম ছাড়াও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সিনেমার গানে। শাখরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লুঙ্গি ডান্স,লুঙ্গি ডান্স’ গানের মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু তার। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।  

এবার প্রাণনাশের হুমকি পেলেন হানি সিং


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, তার বিরুদ্ধে নারীদের অশ্লীল ও পণ্য হিসেবে প্রচারের অভিযোগ করেছেন অভিনেত্রী নিতু চন্দ্র। 

Yo-yo-Honey-Singh-images-20202010

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে হানি সিং-এর গান ‘ম্যানিয়্যাক’। এ গানের ভিডিওতে নারীদের পণ্যের মতো করে দেখিয়েছেন বলে পটনা আদালতে অভিযোগ এই অভিনেত্রীর। অভিযোগের ভিত্তিতে র‌্যাপারের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

মাদকের কারণে ঘর ভেঙেছে, মুখ খুললেন হানি সিং 


বিজ্ঞাপন


হানির ‘ম্যানিয়্যাক’ গানের কথা নিয়েই আপত্তি তার। তিনি মনে করেন, ‘গানের কথাতে সরাসরি যৌনতার ইঙ্গিত দেয় এবং নারীদের যৌন পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। যার ফলে সমাজের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।’ 

Esha-Gupta-and-Yo-Yo-Honey-Singh_pic-courtesy-YouTube

তিনি আরও বলেন, ‘গানের কিছু শব্দ খুবই আপত্তিকর। যা পটনার সংস্কৃতিকে ভুল ভাবে তুলে ধরে এবং নারীদের সামাজিক উন্নতিকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এই গান।’

অভিযোগের তালিকা থেকে বাদ যাননি গানের গীতিকার লিয়ো গ্রেওয়াল এবং ভোজপুরি সঙ্গীতশিল্পী রাগিনী বিশ্বকর্মা ও অর্জুন আজনবি।

আসলেই কি হানি সিংকে চড় মেরেছিলেন শাহরুখ— মুখ খুললেন গায়ক 

এখন পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জাননি হানি সিং। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মামলার শুনানি হবে চলতি মাসের শেষের দিকে । এই গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী এষা গুপ্তকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub