জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ বদনাম রয়েছে। এরমধ্যে অন্যতম মাদকাসক্তি। নেশা তাকে সংগীত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এবার গায়ক জানালেন তার ঘর ভাঙার পেছনেও মাদক দায়ী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হানি সিং জানান, মাদকের জন্যই এক সময় প্রাক্তন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যায়। হানি বলেন, ‘২০১১ সালে বিয়ের পর প্রথম ৯ মাস আমরা ভালোই ছিলাম। তারপর সাফল্য এলো, আর পরিবারকেও আমি ভুলে গেলাম! এখন নিজের ভুল বুঝতে পারি।’
মাদকাসক্তির পেছনে যারা দায়ী তাদের নিয়েও কথা বলেছেন গায়ক। বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব তাকে মাদকের দিকে ঠেলে দেয় উল্লেখ করে বলেন, ‘আমাকে তারা বলতেন, ‘আরে তুই মদ্যপান করতে পারিস। কিন্তু, এটা করে দেখা!’
হানিও সেই মতো মাদক সেবন করতে শুরু করেন। শিল্পীর কথায়, ‘প্রথমে কয়েক বার সেবনের পর কিছুই বুঝতে পারিনি। কিন্তু তার পর আসক্ত হয়ে পড়ি।’
মাদকের প্রতি একটা সময় মারাত্মক রকম আসক্ত হয়ে পড়েছিলেন হানি সিং। সকালে ঘুম থেকে ওঠার পরই মাদক লাগত। রাতে ঘুমানোর আগেও মদ্যপান করতেন ভুলতেন না বলে জানান হানি।
আরআর