গুঞ্জনটি নয় বছর আগের। মার্কিন যুক্তরাষ্ট্রে এক শোয়ে হানি সিংকে চড় মেরে রক্তাক্ত করেন শাহরুখ খান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে হানি সেই শো থেকেই নিজেকে বিরত রাখেন। রটনাটি সেসময় বেশ ডালপালা মেললেও টুঁশব্দটি করেননি গায়ক। এবার মুখ খুললেন।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হানি সিংয়ের ওপর নির্মিত তথ্যচিত্র। সেখানেই মুখ খুলতে দেখা গেছে গায়ককে। আসল ঘটনা ফাঁস করেছেন তিনি।
বিজ্ঞাপন
হানি বলেন, ”শাহরুখ কখনও আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন শাহরুখ। তিনি আমার বড় ভাইয়ের মতো। তাই শাহরুখ আমাকে মেরেছেন, সেটা একেবারেই মিথ্যা।”
হানি আরও বলেন, ”আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফি মাগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম।”
বিজ্ঞাপন
এদিকে হানিকে সমর্থন করেছেন তার বোন। তিনি জানান শাহরুখ নির্দোষ। কেননা ঘটনা ঘটিয়ে বোনকে ফোন করেছিলেন হানি। যা দেখে রীতিমতো ভয় পেয়েছিলেন তার বোন।