শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

প্রাণনাশের হুমকি প্রেমিকের, 'ক্ষতবিক্ষত শরীর'

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

নেহাল ছুদাসামা
২০১৮ সালের ‘মিস ইউনিভার্স’

টানা দু’বছর ধরে চল্লিশ বছর বয়সী এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক নেহাল ছুদাসামার। সব কিছু ঠিকঠাকই ছিল। তবে মঙ্গলবার এক পোস্টে তিনি দাবি করেছেন ওই ব্যক্তির হাতে হেনস্থার শিরাক এ অভিনেত্রী।

এমন ভয়ঙ্কর পরিণতি হতে হবে স্বপ্নেও ভাবেননি তিনি। সোশ্যাল মিডিয়াতে সেদিনের ভয়াবহ ঘটনার পোস্ট দেখে স্তম্ভিত অনুরাগীরা। ২০১৮ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি ছিলেন নেহাল ছুদাসামা।


বিজ্ঞাপন


ক্যাটরিনার স্বামীর সঙ্গে ছবির পর ভিডিও ভাইরাল তৃপ্তি দিমরির 

ইনস্টাগ্রামে হ্যান্ডেলে সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার লিখেছেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি আমাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়। আমার বাঁ হাত ও কব্জি মুচড়ে দিয়েছিল। খুব জোরে থাপ্পড় মারা হয়েছিল। আমার গাল লাল হয়ে যায়। শরীরে আঘাতের চিহ্ন ছিল।’ 

শুধু তাই নয়, নেহালের অভিযোগ ওই ব্যক্তি তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছিল।

চাঙ্কি পাণ্ডের কারণে গভীর ক্ষত বলিউড অভিনেত্রীর শরী


বিজ্ঞাপন



এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার গাড়ির সামনের দরজা ভেঙে চুরমার করে ওই ব্যক্তি। গত কয়েক মাস ধরে নিয়মিত মানসিক অত্যাচার শিকার হয়েছি।  শত চেষ্টা করেও বুঝাতে ব্যর্থ হয়েছি। সে আমাকে মৌখিক ও শারীরিক ভাবে হেনস্থা করেছে।’ 

ওই পোস্টে হামলার সময় কী ঘটেছিল তাও জানান নেহাল। তিনি দাবি করেন, ‘হামলার সময় ওই ব্যক্তিকে পাল্টা মারার চেষ্টা করেছিলেন তিনি। পথচারী দু’জন মহিলা তাকে সাহায্য করতে এগিয়ে আসলেও লাভ হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে থানায় ছুটে গিয়েছিলেন।’

অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না রুক্মিণীর 


 
নেহাল জানান, ‘ওই ব্যক্তি বিভন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি মনে করছেন, মহিলারা কোথাও নিরাপদ নয়!’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর