রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

অভিনয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না রুক্মিণীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ১১:০৬ এএম

শেয়ার করুন:

bollywood

ওপাড় বাংলার রূপালি পর্দা জয় করে বাংলাদেশেও চেনামুখ রুক্মিণী মৈত্র। যাকে সবাই দেবের বান্ধবী বলেই চেনেন। অভিনয়ে জনপ্রিয়তা উঠতিতে থাকলেও একসময় তার এ জগতে পা দেওয়ার কথাই ছিল না। একমাত্র দেবের অনুরোধেই চিত্রনায়িকা হয়েছেন। যদিও এখন স্বপ্ন দেখেন কিংবদন্তি হওয়ার! 

rukmini


বিজ্ঞাপন


সম্প্রতি রুক্মিণী তার এমন স্বপ্নের কথাই জানালেন। তিনি এখন জিতের সঙ্গে ‘বুমেরাং’ ছবির শুটিংয়ে ব্যস্ত। কাজের ফাঁকেই নিজের স্বপ্ন ভাগ করে নিলেন রুক্মিনী। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। সামনে রাখা ‘বুমেরাং’য়ের চিত্রনাট্য। কিন্তু নায়িকার নজর অন্য দিকে। তিনি স্বপ্ন দেখেন অন্য কিছু। দেওয়ালে টাঙানো চার স্বপ্নের অভিনেত্রীর ছবি। সুচিত্রা সেন, নার্গিস, নুতন, মধুবালা। 

rukmini

চার অভিনেত্রীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন তিনি। ‌এমনই একটি ছবি পোস্ট করে  রুক্মিণী লেখেন, ‘স্বপ্ন’। 

এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় লেখেন, ‘কী মিষ্টি লাগছে।’


বিজ্ঞাপন


এই নতুন ছবিতে রুক্মিণীর সহ-অভিনেত্রী দেবচন্দ্রিমা। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য লিখেছেন, ‘এগিয়ে যাও।’

rukmini

এই মুহূর্তে একের পর এক কাজ তাঁর ঝুলিতে। যদিও তাঁর অভিনয় যাত্রার খুব বেশি দিন হয়নি। ছয় বছরের অভিনয় জীবনে বেশ অনেকগুলো কাজ করে ফেলেছেন। 

মডেল হিসাবে অনেক ছোট বয়সেই কেরিয়ার শুরু করেন তিনি। যদিও অভিনয় নিয়ে অনেক কটাক্ষই শুনতে হয় রুক্মিণী মৈত্রকে। তবে বর্তমানে প্রযোজক, পরিচালকদের পছন্দের তালিকায় পয়লা নম্বরে রয়েছেন তিনি।

rukmini

তার ঝুলিতে ‘নটী বিনোদিনী’, ‘বুমেরাং’ থেকে ‘দ্রৌপদী’। ফলে পরিশ্রমও কম হচ্ছে না। এক সময় অভিনয় করার কোনও ইচ্ছাই ছিল না তাঁর। অনেক সাধ্যসাধনা করে ছবিতে অভিনয় করার জন্য তাঁকে রাজি করান বিশেষ বন্ধু দেব। তার পর থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালবাসা জন্মায়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর