কোনো না কোনো ঘটনায় সদাচর্চিত বলিউডের সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সিনেমার কাজ দিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত খবর দিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। প্রাক্তন প্রেমিকের টানে ধর্মে ছেড়েছেন। এবার নতুন প্রেমিকের টানে দেশ ছাড়াতে চলেছেন আলোচিত এই নায়িকা। ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছেন কিয়ারা!
বিজ্ঞাপন
রাখির সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে জোর গুঞ্জন শুরু হয়। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘প্রাক্তন স্বামী আদিল ছেড়ে চলে গিয়েছেন। তাকে মনে রাখার প্রয়োজন নেই। এবার আমি সুখে-শান্তিতে পাকিস্তানেই বসবাস করব!’
রাখির আরও বলেন, ‘আমি পাকিস্তানিদের ভালবাসি।’ পাকিস্তানে গিয়ে বহু বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। পাকিস্থানি পুলিশ কর্মকর্তা দোদি খানের সাথে নিজের বিয়ে প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, বিয়ে অনুষ্ঠীত হবে পাকিস্তানে। ইসলাম ধর্মের নিয়ম অনুসারে।
আরও পড়ুন: বলিউডকে বিদায় জানাচ্ছেন অমিতাভ বচ্চন!
তবে রাখির স্বপ্নে জল ঢেলে দিয়েছেন দোদি খান। তিনি জানিয়েছেন, রাখিকে বিয়ে করছেন না। তারা পরস্পর খুবই ভাল বন্ধু।
এদিকে আদিলকে বিয়ের সুবাদে হিন্দু ধর্ম ছেড়েছিলেন রাখি। অন্তর্জালে এক ভিডিওতে শোনা গেছে, ‘এখন এক মাস রমজান। দিনে পাঁচ ওয়াক্ত নমাজ পড়তে হবে। যাতে নিয়ম মেনে রোজা পালন করতে পারি।’
বিজ্ঞাপন
রাখি মনে করছেন অতীত আঁকড়ে থেকে কোনো লাভ নেই। বর্তমানে বেশ সুখে শান্তিতেই আছেন বলে দাবি এই বিতর্কিত নারীর।
ইএইচ/আরআর