কদিন আগে লিভ টুগেদার নিয়ে মন্তব্য করে সমালোচনার শিকার হন অভিনেত্রী জিনাত জানু স্বাগতা। সেই রেশ কাটতেই দিলেন নতুন খবর। ব্যবসায় নামছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।
অনলাইন শপ খুলেছেন স্বাগতা। নাম দিয়েছেন—‘ট্রুগানিক বাই স্বাগতা’। অর্গানিক খাদ্যসামগ্রী বিক্রি করবেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
স্বাগতা বলেন, ‘আমাদের দেশে সাধারণত অর্গানিক ফুড বলে অনেকে ক্রেতাদের ধোঁকা দেন। আমি সেটা করব না। আমাদের নিজেদের একটা ফার্ম আছে। সেখানে ধানসহ অন্যান্য ফসল হয়। আছে গবাদিপশুর খামারও।’
এরপর বলেন, ‘নিজেদের পণ্যই বিক্রি করব, কোনো তৃতীয় হাত থাকবে না। ফলে দামও কম রাখতে পারব আমরা। ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলা শহরেও আউটলেট নেওয়ার ইচ্ছা রয়েছে আমার।’
এরইমধ্যে চিনিগুঁড়া চাল, চিড়াসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন।

