চলতি বছরের শুরুতে বিয়ে করেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। সেসময় জানিয়েছিলেন স্বামী ড. হাসান আজাদের সঙ্গে বছর খানেকের বন্ধুত্ব ও প্রেমের পর এই গাঁটছড়া বাঁধা। এবার অভিনেত্রী দিলেন নতুন এক তথ্য। জানালেন হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ের পিঁড়িতে বসেছেন।
স্বাগতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি। তারপর দু’জন দু’জনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি।’

তার কথায়, ‘আমরা যখন লিভ টুগেদার করেছি, আমাদের দু’জনের বাবা-মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই-বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললা, এরপর জীবনটা শেষ হয়ে গেল...তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারাজীবন থাকতে পারবে নাকি। তারপর সিদ্ধান্ত নাও।’
আরও বলেন, ‘সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে।’

গত ২৪ জানুয়ারি দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে। তার বর লন্ডনপ্রবাসী হাসান আজাদের জন্ম, বেড়ে, ওঠা, পড়াশুনা সবই যুক্তরাজ্যে। তিনি অএশায় একজন ব্যবসায়ী।

