সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এটা বড় কোনো ঘটনা না, সাইফের ওপর হামলা প্রসঙ্গে শাহিদ কাপুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

এটা বড় কোনো ঘটনা না, সাইফের ওপর হামলা প্রসঙ্গে শাহিদ কাপুর 

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তারকারা। অনেকেই দেখতে গিয়েছেন হাসপাতালে। কেউ কেউ সাইফের ওপর এমন হামলায় প্রকাশ করেন শঙ্কা। তবে কারিনার প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের মতে ঘটনাটি মামুলি। 

সাইফ যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তখন ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ বলেন, “এটা কোনো বড় ঘটনা না এমন হতেই পারে। তবে মুম্বাই অত্যন্ত নিরাপদ। ঘটনাটি খুবই দুঃখজনক। এবং আমরা সবাই এতে হতবাক হয়েছি। কিছু শহরে এমন ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু মুম্বাইয়ের ঘটনাটি অপ্রত্যাশিত। যদিও এটি যেকোনো মানুষের জীবনে ঘটতে পারে। সেলিব্রিটিরাই সফট টার্গেট, তা বলব না।” 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “অনেক সাধারণ মানুষ এই পরিস্থিতির শিকার হন। কোনও সাধারণ মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটলেও, উদ্বিগ্ন হওয়া উচিত ছিল। এটি এমন একটি বিষয় যা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার। আবাসনগুলি নিরাপত্তার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন।”

সাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে শাহিদের সঙ্গে দীর্ঘ প্রেমে ছিলেন কারিনা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’ ছবির শুটিং চলাকালীন বিচ্ছেদ ঘটে তাদের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর