ছুরিকাঘাতে রক্তাক্ত সাইফ আলী খানকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাতারাতি নায়ক বনে গেছেন অটোচালক ভজন সিং রানা। এরইমধ্যে ছোট নবাব দেখা করেছেন তার সঙ্গে। দিয়েছেন মোটা অংকের পুরস্কার। সব মিলিয়ে ভজনের আনন্দে উদ্বাহু নৃত্য করার কথা। কিন্তু তিনি রীতিমতো বিরক্ত।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকে তাকে নিয়ে টানাটানি গণমাধ্যমগুলোর। সবাই সাক্ষাৎকার নিতে আগ্রহী। কিন্তু সে চাপ সামলাতে পারছেন না ভজন। সংবাদকর্মীদের মুহুর্মুহু ফোনে বিরক্ত তিনি।
বিজ্ঞাপন
তার কথায়, ‘‘আমি সাক্ষাৎকার দিতে চাই না। যা বলার আগেই সব বলে দিয়েছি। আর সাক্ষাৎকার নিতে চাইলে, দয়া করে দেখা করুন। কে কোথা থেকে ফোন করছে, আমি কিছু বুঝতে পারছি না। মুখোমুখি কথা বলব।’’
এদিকে সাইফের সঙ্গে ভজনের সাক্ষাতের ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ যেন বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘‘জানি না কীভাবে ছবিগুলো ভাইরাল হয়েছে। তার পর থেকে আরও সকলে বিরক্ত করছেন। আমি একটু বিশ্রাম চাই।’’
রাতারাতি তারকাখ্যাতি পাওয়া ভজনের ভাষ্য, ‘‘আমি তারকা হতে চাই না। যা করেছি মানবিকতার খাতিরে। ওর পরিবারের সকলের সঙ্গে দেখা হয়েছে। তারা আমার প্রশংসা করেছেন। আর কিছু চাই না।’’
সেদিন রাতে বান্দ্রার রাস্তায় যাত্রির অপেক্ষায় ছিলেন ভজন। এ সময়ই রক্তাক্ত সাইফকে যাত্রি হিসেবে পান তিনি। তবে তখনও জানতেন না তার অটোয় বসে বলিউডের নামকরা তারকা যাচ্ছেন। সাধারণ যাত্রী ভেবেই হাসপাতালের উদ্দেশে অটো ছুটিয়েছিলেন ভজন।

