সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে নাকি অভিনয়— সাইফকে নিয়ে প্রশ্ন মন্ত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে নাকি অভিনয়— সাইফকে নিয়ে প্রশ্ন মন্ত্রীর

গেল ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারী। ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে গত মঙ্গলবার ছুটি মিলেছে অভিনেতার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দৃশ্য এখন ভাইরাল। 

এদিকে পাঁচ দিনের ব্যবধানে গুরুতর আহত সাইফের এমন চাঙা রূপ দেখে সন্দেহ জেঁকে বসেছে ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে। তিনি বলেন, “হাসপাতাল থেকে ওকে (সাইফ) বেরিয়ে আসতে দেখেছি। সন্দেহ হচ্ছে, ওকে সত্যিই ছুরিকাঘাত করা হয়েছে! না কি স্রেফ অভিনয় করছিলেন? নাচতে নাচতে হাঁটছিলেন।”


বিজ্ঞাপন


এদিকে নীতেশের মতোই সন্দেহ পোষণ করছেন দেশটির সাবেক সংসদ সদস্য সঞ্জয় নিরুপম। তার কথায়, ‘‘আমার একটা সরল প্রশ্ন, চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সাইফ একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন! আমার মনে হয়, পরিবারের তরফ থেকে জানানো উচিত, ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন, যেন কিছুই হয়নি!’’

গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ। বাড়ি পৌঁছানোর একটি ভিডিওতে দেখা যায় ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছেন। চুল-দাড়ি ছোট করে ছাটা। পাপারাজ্জিদের উদ্দেশে হাতও নাড়েন। দেখে মনেই হয়নি এত বড় ধকল গেছে তার ওপর দিয়ে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর