বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যৌনকর্মীদের দেহেও লাল রক্ত বইছে: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

যৌনকর্মীদের দেহেও লাল রক্ত বইছে: আলিয়া ভাট
আলিয়া ভাট । কোলাজ: ঢাকা মেইল

বহুল প্রতীক্ষিত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার মুক্তি সামনে রেখে প্রচারণা চালাতে ভারতবর্ষ চষে বেড়াচ্ছেন আলিয়া ভাট। তারই অংশ হিসেবে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানকার একটি সিনেমা হলে দেখা করেছেন অনুরাগীদের সঙ্গে। সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যৌনকর্মীদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোরও অনুরোধ জানান এই বলিউড সুন্দরী। 

ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া। দেহপসারিনী এলাকার রানী গাঙ্গুবাইয়ের চরিত্রে দেখা যাবে তাকে। গাঙ্গুবাই সারাজীবন যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করতে লড়ে গেছেন সামনে থেকে। আর সেকারণে তাকে বলা হয়, ‘ম্যাডাম অব কামাথিপুরা’। 


বিজ্ঞাপন


Alia
যৌনকর্মীদের জীবন সম্পর্কে খুব কাছ থেকে জেনেছেন আলিয়া । ছবি: ফেসবুক

সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে যৌনকর্মীদের জীবন সম্পর্কে খুব কাছ থেকে জেনেছেন আলিয়া। আর সেকারণে তিনিও চান তাদের অধিকার নিশ্চিত হোক। কেউ যেন ঘৃণার চোখে না দেখেন। 

এ প্রসঙ্গে কলকাতার গণমাধ্যমকে আলিয়া বলেন, “দেহব্যবসার পেশাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লড়েছিলেন গাঙ্গুবাই। তা অবশ্যই তর্কসাপেক্ষ একটা বিষয়। কিন্তু আমরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করি; তাদের কতোটা আপন করে নিতে পারি— পরিবর্তনের ক্ষেত্রে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এভাবেই আমরা তাদের বুঝতে পারব।”

Alia bhat
ছবির প্রচারণায় কলকাতায় গিয়েছিলেন আলিয়া । ছবি: সংগৃহীত

আলিয়া জানান, গাঙ্গুবাই ষাটের দশকে যে লড়াই শুরু করেছিলেন তা আজও চলমান। অভিনেত্রীর ভাষ্য, “আজও মানুষ যৌনকর্মীদের খারাপ চোখে দেখেন। হ্যাঁ, তাদের পেশা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে। কিন্তু তারাও তো মানুষ। কী কারণে এই পেশাকে বেছে নিয়েছেন, তা ভাবা প্রয়োজন। বোঝার চেষ্টা করা দরকার। আমি সবসময়ে বিশ্বাস করি, মানুষের মনে একটু দয়াভাব থাকলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠতে পারে। যৌনকর্মীদের দেহেও আমাদের মতো লাল রক্ত বইছে। সুতরাং তাদের বৈষম্য করা একদম ঠিক না।”

হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অব মুম্বাই’য়ে উঠে এসেছে গাঙ্গুবাইয়ের জীবনের নানা অজানা অধ্যায়। জানা যায়, গাঙ্গুবাই তার বাবার হিসাবরক্ষক রমনিক লালের সঙ্গে মাত্র ১৬ বছর বয়সেই গোপনে বিয়ে করে পালিয়ে যান। তবে মুম্বাইয়ে পৌঁছাতেই রমনিক তাকে মাত্র পাঁচ শ টাকায় বিক্রি করে দেয়। ছোট বয়সেই জোর করে গাঙ্গুবাইকে দেহব্যবসায় নামনো হয়।

Alia Bhat
ছবির একটি দৃশ্যে আলিয়া ভাট । ছবি: স্ক্রিনশট

মাফিয়া ডন করিম লালার গ্যাঙের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে করিম লালার সঙ্গে দেখা করেন গাঙ্গুবাই এবং তার হাতে রাখি বেঁধে মাফিয়া ডন করিম লালাকেই ভাই বানিয়ে নেন। আর এরপরই কামতাপুর এলাকায় গাঙ্গুবাইয়ের রাজত্ব শুরু হয়।

তবে শোনা যায়, কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাঙ্গুবাই তাকে দেহব্যবসায় নামাতেন না। পরবর্তীকালে মুম্বাইয়ের কামতাপুর এলাকায় নিজের কোঠা চালাতেন। তবে সেসময় দাঁড়িয়ে গাঙ্গুবাই মুম্বাইয়ের যৌনকর্মী ও অনাথ শিশুদের জন্য বেশকিছু কাজও করেন।

Alia Gangubai
যৌনকর্মীদের ঘৃণা না করার আহ্বান আলিয়ার । ছবি: স্ক্রিনশট

হুসেন জাইদির এই উপন্যাস পর্দায় তুলে এনেছেন সঞ্জয় লীলা বানশালি। ছবিতে মাফিয়া করিম লালার চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন জিম সর্ভ, সীমা পাহওয়া, হুমা কুরেশি, শান্তনু মাহেশ্বরী। 

এদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মুক্তির পথে বারংবার বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনাভাইরাস। বিগ বাজেটের এই ছবি মুক্তির জন্য পরিচালক সিনেমাহলের মুখাপেক্ষী হয়েই বসে ছিলেন এতোদিন। অবশেষে করোনার বাধা পেরিয়ে মুক্তির পথে হাঁটছে ছবিটি। ২৫ ফেব্রুয়ারি ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ছবি নির্মাতাদের পক্ষ থেকে।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর