সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। ফলে আনন্দ যেন ধরছে না রণবীর অনুরাগীদের। প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। এবার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আলিয়া ভাট।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আলিয়া। যেখানে দেখা যাচ্ছে রণবীর একটি বই পড়ছেন। আলিয়া ক্যাপশনে জানিয়েছেন, রণবীর তাদের শিশুকন্যা রাহাকে প্রথম হাঁটতে সাহায্য করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মুক্তির দিনই ফাঁস ‘অ্যানিমেল’-এর আসল চমক
সেইসঙ্গে লিখেছেন, ক্যামেরার সামনে ও পেছনে তুমি যেরকম, তার জন্য তোমাকে ধন্যবাদ। কাজের জন্য, পরিবারের জন্য তোমার ধৈর্য, নীরবতা ও ভালোবাসার অপরিসীম। একজন শিল্পী হিসেবে এত বড় পদক্ষেপ নেওয়ার জন্য। আক্ষরিক অর্থে আমাদের মেয়েকে আজ তার প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য এবং নিজেকে অভিনয়ের জন্য সম্পূর্ণ নিবেদন করার জন্য তোমাকে অভিনন্দন!
আরও পড়ুন: দেশে কবে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’?
মুক্তির আগেই ‘অ্যানিমেল’ ভেঙেছে ‘জাওয়ানে’র রেকর্ড। গতকাল শুক্রবার মুক্তির পর ভেঙেছে পাঁচ পাঁচটি রেকর্ড। এছাড়া প্রথম দিন বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ১১৬ কোটি রুপি। ‘অ্যানিমেল’ প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রথম দিনে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।
বিজ্ঞাপন
২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।

