বলিউডের যে দম্পতিগুলোকে আইকনিক ভাবা হয় তার মধ্যে অন্যতম অক্ষয়-টুইঙ্কল। পর্দায় খুব একটা দেখা না গেলেও বাস্তবজীবনে এক ছাদের নিচে দীর্ঘদিন তারা। রসায়নও দারুণ তাদের। তারপরও অক্ষয়ের কোনো সিনেমার প্রিমিয়ারে দেখা যায় না টুইঙ্কলকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে খিলাড়ি জানান, টুইঙ্কল স্পষ্টবাদী। মনে যা মুখে সেটি বলতে দ্বিধা করেন না। উচিত কথায় ছাড় পান না অক্ষয়ও। এ কারণেই তাকে দেখা যায় না স্বামীর ছবির প্রিমিয়ারে।
অক্ষয় বলেন, ‘টুইঙ্কলকে আমার ছবির প্রিমিয়ারে নিয়ে গেলে স্বভাবতই আমার পাশে ও বসবে। এরপরই শুরু হবে খেল্। সিনেমা চলাকালীন সারাটা সময় আমার কাছে বলবে, এই দৃশ্যটা ফালতু, ওই দৃশ্যতে বেশি চড়া অভিনয়ে করেছ। অমুক ব্যাপারটা অত্যন্ত বাড়াবাড়ি, তমুক দৃশ্যটা এক্কেবারে ফালতু...মানে এটা চলতেই থাকে। বুঝতে পারছেন তো?’
এরপর টুইঙ্কলকে নিয়ে এরকম এক অভিজ্ঞতা ভাগ করেন অক্ষয়। তিনি বলেরন, ‘একবার আমার একটি ছবি দেখাতে নিয়ে গিয়েছিলাম টুইঙ্কলকে। ওখানে সেই ছবির প্রযোজকও হাজির ছিলেন। ছবি শেষ হবার পর সেই প্রযোজক যখন টুইঙ্কেলকে জিজ্ঞেস করলেন যে তার কেমন লাগল সেই ছবি, জবাবে ও জানিয়েছিল পুরো ফালতু ছবি।’
হাসতে হাসতে অক্ষয় বলে ওঠেন, ‘এরপর আর কোনোদিনও সেই প্রযোজক তার কোনো ছবিতে আমাকে নেননি!’
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিংহাম অ্যাগেইন’। এতে ক্যামিও করেছেন অক্ষয়। আরও অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, সালমান খান প্রমুখ।