বলিউড তারকা অক্ষয় কুমারকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুনিপুণ অভিনয় দক্ষতার কারণে অনেক আগেই বি-টাউনে নিজের ঘাটি শক্ত করেছেন তিনি। বয়সে ছোট অভিনেত্রীদের বিপরীতে বহুবার দেখা গেছে তাকে। বয়সে বড় রেখা, শ্রীদেবীর সঙ্গেও করেছেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়।
এমনকি অক্ষয়ের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল তার তার শাশুড়ি ডিম্পল কাপাডিয়াকেও। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বিজ্ঞাপন
তখনও জামাই-শাশুড়ির সম্পর্কে বাঁধা পড়েননি ডিম্পল ও অক্ষয়। এমনকি টুইঙ্কলের সঙ্গেও অভিনেতার হয়নি পরিচয়। সেসময় ডিম্পল পেয়েছিলেন এ প্রস্তাব।
১৯৯৬ সালে মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবিটি। এ ছবিতে নায়িকা হিসেবে নির্মাতারা পছন্দ করেছিলেন ডিম্পলকে। ছবিতে মায়া চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ডিম্পলকে। চিত্রনাট্যের প্রয়োজনে ডিম্পলকে পর্দায় অক্ষয়ের সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হতো।
কিন্তু ডিম্পল ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। কেননা তিনি তখন কন্যা টুইঙ্কলের ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত ছিলেন। মেয়েকে প্রতিষ্ঠিত করতে গুটিয়ে নিচ্ছিলেন নিজের ক্যারিয়ার। সে কারণেই অক্ষয়ের সঙ্গে ওই ছবিতে যুক্ত হননি তিনি। পরে ডিম্পলের পরিবর্তে ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবিতে যুক্ত হন রেখা। অক্ষয়ের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।
অক্ষয়-টুইঙ্কলের বিয়ের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ডিম্পল। জানিয়েছিলেন, ভালোই হয়েছিল অক্ষয়ের সঙ্গে ‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবিতে যুক্ত না হয়ে। নইলে ভীষণ লজ্জার মুখে পড়তে হতো তাকে।
বিজ্ঞাপন
আরআর