বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন অর্জুন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

মালাইকার সঙ্গে বিচ্ছেদের কথা জানালেন অর্জুন 

প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই প্রকাশ্যে আসে মালাইকা-অর্জুনের সম্পর্ক। বিভিন্ন স্থানে অর্জুনের বাহুলগ্না হিসেবে দেখা যেতে থাকে মালাইকাকে। সম্পর্কের ব্যাপারে কোনো রাখঢাক করেননি তারা। করছিলেন লিভ ইন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, সম্পর্ক ভেঙে গেছে মালাইকা-অর্জুনের।

mallablush_d


বিজ্ঞাপন


এবার অর্জুন মুখ খুললেন। দিলেন শিলমোহর। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে অর্জুনকে বলতে শোনা গেছে, ‘আমি এখন সিঙ্গেল, রিলাক্স।’ তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি অভিনেতা। অর্জুনের মন্তব্য ভাইরাল হওয়ার পর মালাইকার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

mm

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল তাদের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর