শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিয়ের কার্ড ছাপানোর পরও বিয়ে ভাঙে সালমানের, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকার তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী। কিন্তু কারও সঙ্গেই ভাইজানের সম্পর্ক পায়নি পূর্ণতা। ফলে আজও অবিবাহিত সালমান।

তবে একবার সালমানের বিয়ে প্রায় হয়েই গিয়েছিল। কার্ডও ছাপা হয়েছিল। তারপরও ভেঙে যায়। ঘটনা শোনার পর অনেকেই ভেবে বসেছিলেন হয়তো ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিয়ের তারিখ পাকা করেছিলেন ভাইজান। পরে চাউর হয় তারা নাকি গোপনে বিয়েও সেরেছিলেন। তবে রাই সুন্দরী জানান এটি গুজব।


বিজ্ঞাপন


এদিকে সালমান খান জানিয়েছেন সেই পাত্রীর নাম। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “সঙ্গীতার সঙ্গে আমার বিয়ের দিনক্ষণ সব পাকা হয়েছিল। এমনকি কার্ডও ছাপতে দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়েটা বাস্তবায়িত হয়নি।”

সঙ্গীতার সঙ্গে বিয়ে ভাঙার কারণ সালমান জানাননি। পরে জানা গেছে, দোষ তার। সঙ্গীতার সঙ্গে প্রেম চলাকালীন আরও একটি সম্পর্কে জড়িয়েছিলেন ভাইজান। সে কথা জানতেই ভেঙে যায় বিয়ে। এরপর থেকে কত সুন্দরী এলো গেল কিন্তু কারও আঁচলে বাঁধা পড়লেন না সালমান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর