প্রথম সন্তান রাহার বয়স এখনও দুই বছর পূর্ণ হয়নি। গুঞ্জন উঠেছে এরইমধ্যে ফের মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়ার সিনেমা ‘জিগরা’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ছবিটির প্রচারে ঘাম ঝরাচ্ছেন রণবীর ঘরণী। এরকম একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এসে ফের মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন পর্দার মাস্তানি।
বিজ্ঞাপন
_20241012_171904096.jpg)
তিনি বলেন, ‘আশা করি এখনও বহু ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজকের ভূমিকাতেও থাকতে চাই। বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।’
বর্তমানে আলিয়া ব্যস্ত তার পরবর্তী ছবি আলফা নিয়ে। এতে দুর্ধর্ষ গোয়েন্দা হিসেবে দেখা যাবে তাকে। এমন অবতারে এর আগে কখনও আলিয়াকে দেখা যায়নি। সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত ৪ মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ‘আলফা’ ছবিতে ৪-৫টি ক্ষুরধার অ্যাকশন দৃশ্য রয়েছে, আর সেই দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে ফিট রাখতেই এই কড়া প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে আলিয়াকে।

