কয়েক বছর ধরেই মি টু মুভমেন্ট নিয়ে সরব বিনোদন দুনিয়ার নারীরা। হলিউড থেকে বলিউড হয়ে টলিউডেও লেগেছে এর ঢেউ। অভিনেত্রীদের অনেকেই নিজেদের যৌন হেনস্তার ঘটনা প্রকাশ করেছেন। এবার তালিকায় নাম উঠল বলিউড তারকা মল্লিকা শেরাওয়াতের।
‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবির মাধ্যমে বিরতির পর ফিরছেন মল্লিকা। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে জানান, এক সহ অভিনেতার দ্বারা হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী। দুবাইয়ে একটি ছবির শুটিং করতে গিয়ে এ অভিজ্ঞতা হয় তার।
মল্লিকার কথায়, দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’
এরপর বলেন দুঃসহ অভিজ্ঞতার কথা। তার ভাষ্য, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার রুমে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।’
তবে সে আন্যকের নাম উল্লেখ করেননি মল্লিকা। যদি তার বর্ণনা শুনে নেটিজেনদের ধারণা ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন নায়িকা। অক্ষয় কুমারের কীর্তি এটা। কারও মতে নানা পাটেকার।