রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ০১:০১ পিএম

শেয়ার করুন:

ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক 

কদিন ধরে রঞ্জিত-কোয়েল মল্লিকের ভক্তরা মনমরা হয়ে বসেছিলেন। কেননা আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পূজা হচ্ছে না মল্লিক বাড়িতে। এটিই ছিল তাদের মন খারাপের কারণ। 

দেবীপক্ষের শুরুতেই সে মন খারাপের আমেজ উবে কর্পূরের মতো। শূন্যস্থান পূরণ করল আনন্দ। এর কারণ, ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক। এ খবর-ই হাসি ফুটিয়েছে অনুরাগীদের মুখে।

koel_20230909_155741859

ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুখবরটি কোয়েল নিজেই দিয়েছেন। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শিগগির কবীর বড় ভাইয়ের দায়িত্ব পেতে চলেছে।’’

খবরটি দিতেই তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী। 
২০২০ সালের করোনা মহামারির মধ্যে পুত্র সন্তানের মা হন কোয়েল। ছেলে কবীরের বয়স এখন সাড়ে চার। এরইমাঝে নতুন অতিথির আগমনী বার্তা। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর