বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

রাফীর সিনেমায় জিৎ, সঙ্গে শরিফুল রাজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

নির্মাতা রায়হান রাফীর কাছে যেন জাদু আছে। তার হাত ধরে অখ্যাত থেকে তারকা হওয়ার গল্প যেমন আছে তেমনই সুপারস্টার থেকে মেগাস্টার হওয়ার গল্প আছে। এবার রাফীর নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন টলিউড সুপারস্টার জিৎ। সঙ্গে আছেন পরাণ খ্যাত অভিনেতা শরিফুল রাজ। 

প্রাথমিকভাবে ছবির নাম নির্ধারণ করা হয়েছে ‘লায়ন’। ভারতীয় সংবাদমাধ্যমকে রাফী বলেন, ‘‘আমি উচ্ছ্বসিত এই ছবিটা নিয়ে। জিত্‍দা সুপারস্টার। অনেক দিন ধরেই আমরা মিটিং করছিলাম। খুব ইন্টারেস্টিং কিছু করতে চাইছি। এমন কিছু করব যেটা জিত্‍দা আগে করেননি আমিও বরাবর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। হয়তো প্রতিবার নতুন কিছু করি বলেই ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ব্লকবাস্টার। বাংলা ছবিকে নতুন মাত্রা দিতে চাই।’’ 


বিজ্ঞাপন


গুন্জন উঠেছিল রাফীর এ সিনেমায় চঞ্চল চৌধুরীরও থাকছেন। তবে দেশের একটি সংবাদমাধ্যমকে নির্মাতা জানান, চঞ্চল নয়, রাজ থাকছেন। অনেক আগে তাকে চূড়ান্ত করা ছিল।

জানা গেছে, যৌথ প্রযোজনার ছবি। চলতি বছর শুরু হবে শুটিং। এদিকে প্রশ্ন ঘুরছে, ছবিতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে? তবে সে উত্তর এখনই দিতে চাইছেন না রাফী। প্রযোজনা প্রতিষ্ঠান ও নায়িকা নাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন নির্মাতা। 

রায়হান রাফীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম তুফান। গেল কোরবানি ঈদে এ ছবি দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালিয়েছেন তিনি। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর