আজ ১০ আগস্ট দুই বছর পূর্ণ হয়েছে পরীমণির সন্তান পূণ্যর। গত বছর মহা আয়োজনে উদযাপন করলেও এবার তেমনটা দেখা যাচ্ছে না। গতকাল শুক্রবার মধ্যরাতে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। বিষয়টি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।
নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরী। সেখানে আকর্ষণীয় একটি দেখা গেছে। তাতে লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য।’
বিজ্ঞাপন
সেইসঙ্গে কিছু কথা লিখেছেন নায়িকা। তার কথায়, ‘আজ আমার ছেলের জন্মদিন! দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কতো কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’
আনন্দের এই দিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’
আরও পড়ুন: ছেলের জন্মদিনে পরীমণির দীর্ঘ চিঠি
এদিকে সন্তানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শরীফুল রাজ। নিজের ফেসবুকে রাজ্যের পায়ের ছাপের (পূণ্যকে ‘রাজ্য সম্বোধন করেন রাজ) একটি ছবি প্রকাশ করেছেন তিনি। তবে ক্যাপশনে তেমন কথা খরচ করেননি। ‘শুভ জন্মদিন’ লিখেই কাজ সেরেছেন অভিনেতা।
পূণ্যর প্রথম জন্মদিনের আসর বসেছিল রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে। সেসময় সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের জন্মদিনে।