আজ ১০ আগস্ট এক বছর পূর্ণ হয়েছে পরীমণি ও শরিফুল রাজের সন্তান রাজ্যের। এ উপলক্ষে পরীমণির পরিকল্পনার শেষ নেই। বেশ আয়োজন করে সন্তানের প্রথম জন্মদিন পালন করবেন তিনি। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছেলের জন্মদিনের আয়োজন করেছেন।
বিশেষ দিনটিতে ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছেন পরীমণি। তবে তা প্রকাশ করতে চান না। রাখতে চান সারপ্রাইজ হিসেবে। চিঠিটি পড়ে শোনাতে চান আজ জন্মদিনের আয়োজনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিনে উপহারের বিষয়টি সারপ্রাইজ থাকুক। শুধু এটুকু বলতে চাই, ছেলের জন্য দীর্ঘ চিঠি লিখেছি। আজ চিঠি পড়ে শোনানো হবে। ছেলে বড় হয়ে দেখুক ওর জন্য কত কী করেছি! দিনটি স্মরণীয় করতেই এমন আয়োজন।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যখন জেলে ছিলাম তখন নানু একটি চিঠি লিখেছিলেন। আমিও নানুকে লিখেছিলাম। ওটাই ছিল সর্বশেষ চিঠি লেখা। এবার লিখলাম ছেলের জন্য।’
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।