বছর না ঘুরতেই বিচ্ছেদের ঘণ্টা বাজছে ভারতীয় অভিনেত্রী দলজিৎ কউরের। দ্বিতীয় স্বামী ব্যবসায়ী নিখিল প্যাটেলের বিরুদ্ধে মামলা করেছেন ছোটপর্দার এ অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নিখিলের সঙ্গে গাঁটছড়া বেঁধে কেনিয়া পাড়ি জমিয়েছিলেন দলজিৎ। তবে বেশিদিন থাকা হয়নি সেখানে। অল্প সময় পর-ই মুম্বাই ফেরেন এবং সংসার ফাটলের খবর জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুই বছরের মেয়েকে রুটি বেলতে শেখাচ্ছেন প্রিয়াঙ্কা!
২০২৩ সালের মার্চ মাসে নিখিল প্যাটেলকে বিয়ে করেন দলজিৎ। ছেলে জেইডনকে নিয়ে মুম্বাই ফেরার পর শোনা গিয়েছিল বাবার অস্ত্রোপচারের জন্য তিনি দেশে এসেছেন। কিন্তু তার পরই তিক্ততার কথা জানা যায়। নিখিলের বিরুদ্ধে নির্যাতন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন তিনি। মুম্বাইয়ের আগরিপড়া থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
এদিকে জানা গেছে কেনিয়া থাকাকালীনও নিখিলের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিনেত্রী। ছেলেসহ তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনেছিলেন তিনি। সেসময় নিখিলও এনেছিলেন পাল্টা হেনস্তার অভিযোগ।
বিজ্ঞাপন
এর আগে দলজিৎ ঘর বেঁধেছিলেন অভিনেতা শালিন ভানোটের সঙ্গে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। সে ঘরে ফুটফুটে এক পুত্র জন্ম নিলেও টেকেনি সংসার। ২০১৫ সালে আলাদা হয়ে যান দলজিৎ ও শালিন।

