রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই বছরের মেয়েকে রুটি বেলতে শেখাচ্ছেন প্রিয়াঙ্কা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

দুই বছরের মেয়েকে রুটি বেলতে শেখাচ্ছেন প্রিয়াঙ্কা! 

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন। স্বামী সন্তান নিয়ে থিতু হয়েছেন সেখানে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।

প্রিয় তারকার দুই বছরের কন্যা মালতিকে নিয়েও আগ্রহ কম না প্রিয়াঙ্কা অনুরাগীদের। তার বিভিন্ন মুহূর্তও সবার সঙ্গে ভাগ করে নেন দেশি গার্ল। এবার যে ভিডিও প্রকাশ করলেন সেটি দেখে মনে হচ্ছে এই বয়সেই সংসারের কাজ শেখাচ্ছেন মেয়েকে নিয়ে। 


বিজ্ঞাপন


প্রিয়াঙ্কার প্রকাশ করা ভিডিওতে রান্নাঘরে দেখা গেছে মালতিকে। ক্ষুদে হাতে রুটি বানানোর যন্ত্রপাতি। পিঁড়িতে রুটি বেলছে সে। তবে পিগি চপস কি এই বয়সেই সংসারের কাজ শেখাচ্ছেন মেয়ে? অনেকের প্রশ্ন।

সত্যিটা হলো, জো বাইডেনের দেশে থেকেও ভারতীয় খাবার ভোলেননি প্রিয়াঙ্কা। তার খাবার টেবিলে ভারতের পদ প্রাধান্য পায়। মেয়েকে এসব খাবার তৈরি করে খাওয়ানোর দায়িত্ব ভালোভাবেই পালন করেন মা মধু চোপড়া। 

এদিকে প্রিয়াঙ্কার মতো মেয়ে মালতিও মশলাদার ও চটপটে স্বাদযুক্ত খাবার পছন্দ করে। এছাড়া ভিডিওটি করার সময় রান্নাঘরে ছিলেন প্রিয়াঙ্কার মা। মালতিও ছিল তার সঙ্গে। সেখানেই মেয়েকে রুটি বানানো অবস্থায় ক্যামেরাবন্দি করেন প্রিয়াঙ্কা। 

এদিকে ওই ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মেয়েকে ভারতীয় খাবার দাবারে অভ্যস্ত করে তোলায় নায়িকাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর