রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোগের প্রভাবে পাল্টে গেছে সেলেনা গোমেজের চেহারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৯:৪৯ এএম

শেয়ার করুন:

রোগের প্রভাবে পাল্টে গেছে সেলেনা গোমেজের চেহারা

প্রাকৃতিক সৌন্দর্যের ওপর অভিনেত্রীরা যেন ভরসা হারিয়েছেন। আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য অহরহ ছুরি কাঁচির নিচে নিজেদের সমর্পণ করছেন। হলিউড তারকা সেলেনা গোমেজও প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা বদলে ফেলেছেন। সম্প্রতি এরকম গুঞ্জন চলছে হলিউডে। 

তবে সেলেনা বলছেন অন্য কথা। লুপাস নামের বিরল রোগে আক্রান্ত গায়িকা। জানিয়েছেন সার্জারি না, ওই রোগের প্রভাবে পাল্টে গেছে তার চেহারা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিবারের কারণেই কখনও মা হতে পারবেন না সেলেনা

২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকে বলাবলি শুরু করেন সার্জারি করেছেন সেলেনা। তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে।

5ce9fdbb82ee9ec3f357f76626bf7f1c-66a8e2cc03a87

এদিকে লোকেদের ওই বলাবলি গা জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে সেলেনার। সম্প্রতি ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ গায়িকা লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি। এতোটুকুই। এবার আমাকে একা থাকতে দিন।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: কৃতির ধুমপানের ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেত্রীর মা

সেলেনা ক্ষোভ প্রকাশ করতেই একটি পোস্ট দেন মারিসা। সেখানে ক্ষমা চেয়ে লেখেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০-এর ঘরে বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন—তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’

জবাবে সেলেনা লেখেন, ‘আমি আপনাকে ভালোবাসি। আসলে আপনার কারণে নয়, এমনিতেই মাঝেমাঝে এসব দেখে কষ্ট পাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর