অনেকেই বিশ্বাস করেন নারীকে পূর্ণতা দান করে মাতৃত্ব। সেই জায়গা থেকে ভাবলে নারী হিসেবে পূর্ণতাপ্রাপ্তিটা হচ্ছে না মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের। কেননা তিনি কখনও মা হতে পারবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেনা নিজেই এ কথা জানিয়েছেন।
শারীরিকভাবে সুস্থ থাকতে সেলেনাকে কিছু ওষুধ খেতে হয়। এই ওষুধগুলোই তার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে বলে ওই সাক্ষাৎকারে জানান তিনি।
বিজ্ঞাপন
এর নেপথ্যে উঠে এসেছে সেলেনার প্রাক্তন প্রমিক মার্কিন সংগীতশিল্পী জাস্টিন বিবারের নাম। একাধিক নারীর প্রতি আকর্ষণ ছিল বিবারের। একারণেই তার সঙ্গে সম্পর্কে দাড়ি টানেন সেলেনা। তবে জীবনে বিবারহীনতার ধকল কাটাতে যথেষ্ট নাকাল হতে হয়েছে তাকে।
সেসময় মানসিকভাবে খুবই ভেঙে পড়েন সেলেনা। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নানা রকম গায়েবি শব্দ কানে আসত তার। জীবনে এই চরম সংকটময় মুহূর্তে চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন তিনি ‘বাইপোলার ডিজঅর্ডার’ রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হলে রোগীরা নিজের অজান্তেই ভিন্ন চরিত্রের মানুষের মতো আচরণ শুরু করে।
এই রোগের চিকিৎসা নেওয়ার সময় তাকে এমন কিছু ওষুধ দেওয়া হয় যা তার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে দেয়। বিষয়টি সেলেনা সেরে ওঠার পরও জানতেন না। তার এক বান্ধবীও একই রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই বান্ধবীই একদিন তাকে এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানান। এমতাবস্থায় সেলেনা চিকিৎসকের যোগাযোগ করলেও তিনিও একই উত্তর দেন তাকে।
বর্তমানে সেলেনা নিজেকে নিয়েই ব্যস্ত আছেন। নিজেকে সুখী রাখাটাই তার মূল লক্ষ্য। এছাড়া শিশুদের তার খুব পছন্দ। ভবিষ্যতে হয়তো শিশুদের সঙ্গে সময় কাটিয়েই মা হতে না পারার যন্ত্রণা ভুলে থাকতে হবে তাকে।
বিজ্ঞাপন
আরআর

