হাঁটুর বয়সী প্রেমিক নিয়ে চর্চায় আছেন বলিউড তারকা কৃতি শ্যানন। এতে অবশ্য মনে কিছু করেননি নেটিজেনরা। অনুরাগীরা তো বাহবা দিচ্ছেন। তবে নায়িকার ধুমপানের ভিডিও ভাইরাল হতেই নাখোশ নীতিপুলিশেরা। মুখ খুললেন কৃতির মাও।
বিজ্ঞাপন
'বরেলি কী বরফি' ছবিতে কৃতি শ্যাননের ধূমপান করার একটি দৃশ্য নতুন করে তুলে ধরেছেন এক নেটিজেন। যাতে অনেকেই কৃতির স্বভাব নিয়ে কু-মন্তব্য করেছেন। কৃতির মা গীতা শ্যানন এ নিয়ে লিখেছেন, "কৃতি কোনোদিন ধুমপান করেনি। এমনকী ওর আশেপাশে থাকা পরিচিত মানুষদেরও ধূমপানের অভ্যাস ত্যাগ করতে বলত।"
অভিনেত্রীর মায়ের এই মিষ্টি মন্তব্যের মধ্যে নেটিজেনদের কড়া জবাব দেওয়ার বিষয়টা সমর্থন করেছেন অনেকে।
এই মুহূর্তে ১০ বছরের ছোট শিল্পপতি কবীর বহিরার সঙ্গে গ্রীসের মাইকোসন নামের একটি দ্বীপে নির্জনে সময় কাটাচ্ছেন কৃতি। দেখা গেছে, একটি পার্টিতে সুসময় কাটাচ্ছেন যুগল। চুপি চুপি সেই ছবি তুলে কেউ ছড়িয়ে দিয়েছে নেট পাড়ায়। যা দেখে অনুরাগীরা নিশ্চিত কৃতি-কবীর একে অন্যের মাথা খেয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চোখে সমস্যা শাহরুখের, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা?
কবীর বহিরার লন্ডন প্রবাসী শিল্পপতি। এর আগেও তার সঙ্গে দেখা গেছে কৃতিকে। নতুন বছর উদযাপনের সময় দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল তাদের। সঙ্গে ছিলেন কৃতির বোন নুপূর শ্যানন ও স্বস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি। ওই পার্টির ছবি প্রকাশের পর থেকেই শুরু হয় কৃতি-কবীরের প্রেমের গুঞ্জন।