বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

বলিউডে নাম লেখাচ্ছেন দেব?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

সময়টা হাতের মুঠোয় টলিউড সুপারস্টার দেবের। গল্প নির্ভর ছবিতেও পেয়েছেন সাফল্য। পাশাপাশি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন গুঞ্জন, বলিউডে অভিনয় করতে চলেছেন দেব।

সম্প্রতি টলিউড নির্মাতা অভিজিৎ সেনের মন্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন। চাউর হয়েছিল, টলিপাড়া ছেড়ে দক্ষিণী সিনেমায় থিতু হচ্ছেন অভিজিৎ। এরপর থেকে সেখানেই সিরিজ বা সিনেমা বানাবেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সৃজিতের এক ছবিতে ১২ জন ডাকসাইটে অভিনয়শিল্পী

বিষয়টি চাউর হতেই ভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, ‘বাংলায় মাত্র তিনটি ছবি বানিয়েছি। এত তাড়াতাড়ি বাংলা ছবি ছেড়ে তামিল, তেলুগু ছবি বানাব?’ এরপর হাসতে হাসতে বলেন, ‘এরকম কেন ছড়িয়েছে আমিও জানি না। তবে আমার এ রকম কোনও ভাবনা নেই।’  একটু থেমে যোগ করেন, যদি স্বাদ বদলাতেই হয়, তা হলে তিনি বলিউডে যাবেন। হিন্দি ছবি বানাবেন।

আরও পড়ুন: লিভ ইন করছেন বিজয়-তৃষা!

হিন্দিতে সিনেমা বানালে নায়ক হিসেবে কাকে নেবেন? এমন প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, ‘‘ওখানেও রাজপাট চালাবে বাংলার ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। আমার হিন্দি ছবির নায়ক দেব অধিকারী ছাড়া আর কেউ না। প্রযোজক দেব আর অতনু রায়চৌধুরী।’


বিজ্ঞাপন


এদিকে বিষয়টি নিয়ে কিছু বলেননি দেব। তিনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে সদ্য সেরেছেন শপথ গ্রহণ। গতকাল বুধবার স্পিকার নির্বাচনের দিনই ১৮তম লোকসভায় শপথ নেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর