বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৃজিতের এক ছবিতে ১২ জন ডাকসাইটে অভিনয়শিল্পী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

সৃজিতের এক ছবিতে ১২ জন ডাকসাইটে অভিনয়শিল্পী 

টলিউডের নন্দিত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের প্রতিটি সিনেমায় আছে নিজস্বতার ছাপ। দর্শক, বোদ্ধা সবার মনেই বুদবুদ তোলে। এবার এ নির্মাতা নতুন ছবির কাজ শেষ করলেন। যেখানে থাকছেন ১২ জন অভিনয়শিল্পী। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ফার্স্টলুক। যেখানে দেখা গেছে ৬ জনকে। 

সৃজিতের নতুন ছবির এই ১২ জন-ই ডাকসাইটে অভিনয়শিল্পী। যাদের একেকজন একেকটি চলচ্চিত্র টেনে নেওয়ার ক্ষমতা রাখেন। তারা হলেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়।


বিজ্ঞাপন


এদের মধ্যে দুজনের সঙ্গে এই প্রথম কাজ করলেন সৃজিত। তারা হলেন অনন্যা ও সৌরসেনী। নির্মাতা বলেন, ‘‘শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।’’

তবে ছবির নাম নিয়ে এখনও রয়েছে ধোয়াশা। নির্মাতা যখন শুটিং করছিলেন তখন শোনা গিয়েছিল ছবিটির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। তবে এখন শোনা যাচ্ছে ছবির নাম এখনও চূড়ান্ত করেনি প্রযোজনা সংস্থা এসভিএফ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর