বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

অর্জুনের জন্মদিনের পার্টিতেও নেই মালাইকা, তবে কি ভেঙেই গেল সম্পর্ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

কয়েক দিন আগে গুঞ্জন ওঠে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদ নিয়ে। বিষয়টি মালাইকার ম্যানেজার গুজব বলে উড়িয়ে দিলেও মুখ খোলেননি মালাইকা-অর্জুন। পাশাপাশি আগের মতো একসঙ্গে দেখাও যায় না তাদের।

এদিকে বিচ্ছেদের রটনা রটতেই খবর আসে শারীরর খারাপ করে হাসপাতালে ভর্তি হন অর্জুন। তবে সেসময় প্রেমিকের হাতে যখন ক্যানুলা তখন মালাইকা ছিলেন আনন্দ ভ্রমণে। বন্ধুদের নিয়ে ফ্রান্সের সমুদ্র সৈকতে ছুটি কাটচ্ছিলেন তিনি। এতে অনেকেই বুঝে যান মুখ না খুললেও মালাইকা-অর্জুনের পথ দুদিকে বেঁকে গেছে। এবার অর্জুনের জন্মদিনে তা আরও প্রকট হলো। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আগামী মাসেই বিয়ে করছেন সোহিনী-শোভন!

২৬ জুন অর্জুনের জন্মদিনের। এ উপলক্ষে ২৫ জানুয়ারি দিবাগত রাত থেকে শুরু হয় উৎসব। বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুররা জানান শুভেচ্ছা। চুটিয়ে পার্টি করেন সকলে। তবে অনুপস্থিত ছিলেন মালাইকা। এতে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ভেঙ্গেই গেল মালাইকা-অর্জুনের সম্পর্ক?

ছয় বছরের সম্পর্ক মালাইকা-অর্জুনের। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমের টানে ছেড়েছিলেন আরবাজ খানের ঘর। দেড় যুগের সংসার ভেঙে নতুন করে ভালোবাসার ঘর গড়তে চেয়েছিলেন অর্জুনের বুকে। কাগজে কলমে বাঁধা না পড়লেও একই ছাদের নিচে থাকতেন। 

আরও পড়ুন: সালমান খান কেন বিয়ে করেননি— জানালেন তার বাবা


বিজ্ঞাপন


বাতাসে গুঞ্জন, শেষ পর্যন্ত দুজনের পথ দুদিকে বেঁকে গেল তাদের। প্রেমিকের জন্মদিনে মস্লসিক্স্র অনুপস্থিতি দেখে অনেকেই নিশ্চিত সম্পর্ক আর আগের জায়গায় নেই তাদের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub