বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

আগামী মাসেই বিয়ে করছেন সোহিনী-শোভন! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১১:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

অনেকদিন ধরে সোহিনী-শোভনের সম্পর্ক নিয়ে ফিসফাস চলছে। তারা কোথায় ঘুরতে যাচ্ছেন কবে বিয়ে করবেন সবকিছু নিয়েই কৌতূহল সবার। এবার তা মেটাল ভারতীয় সংবাদমাধ্যম। এক প্রতিবেদন থেকে জানা গেছে আগামী ১৫ জুলাই বিয়র পিঁড়িতে বসছেন তারা। 
তবে এ নিয়ে মুখ খোলেননি সোহিনী-শোভন। গায়ক ফোন ধরেননি। তবে হোয়াটসঅ্যাপে সাড়া দিয়েছেন। জানিয়েছেন, সে রকম কিছু হলে তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। 

এদিকে বিনোদন দুনিয়া বলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি সোনার গয়না কিনেছেন। এও শোনা গেছে, বিয়ের পর থাকবেন বলে নতুন ফ্ল্যাট কিনেছেন। যদিও এসব রটনায় ভুলেও তারা কোনো মন্তব্য করেননি। 


বিজ্ঞাপন


তবে সম্প্রতি, তারা বিদেশে এক সঙ্গে ঘুরে এসেছেন সে খবর সত্যি। আলাদা ভবে ছবি দিলেও সোহিনী-শোভনের ছবির পটভূমিকা এক, সেটা তাদের ছবিতেই স্পষ্ট। তখনই গায়কের অনামিকায় বাগদানের আংটি দেখা গিয়েছিল। গুঞ্জন ছড়িয়েছিল, বিদেশে নাকি বাগদান সেরে এসেছেন তারা।

তবে এ সমস্ত বিষয়ে কিছুই বলছেন না তারা। তবে সূত্র জানিয়েছে শিগগিরই তারা গাঁটছড়া বাঁধছেন। আইনি প্রক্রিয়ায় সারবেন বিয়ে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub