শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সালমান খান কেন বিয়ে করেননি—  জানালেন তার বাবা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

loading/img

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গেয়েছিলেন, “প্রেম একবারই এসেছিল নিরবে আমারই এ দুয়ার প্রান্তে…।” কিন্তু বলিউড ভাইজান সালমান খানের দুয়ারে প্রেম একবার আসেনি। বরং তার জীবনে প্রেম এসেছে একাধিকবার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলেছিলেন, “একজন মানুষ জীবনে একই সময়ে একাধিক ব্যক্তির প্রেমে পড়তে পারেন।” 

সালমান যেন গাব্রিয়েলের এই কথার প্রতিভূ। জীবনের ৫৬ বছর পেরিয়ে গেলেও তিনি এখনো বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। সালমানের এই চিরকুমার জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। ঘুরেফিরে সবার একই প্রশ্ন— ভাইজান কেন বিয়ে করছেন না? সে উত্তর দিলেন ভাইজানের বাবা সেলিম খান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: অতিরিক্ত শরীরচর্চা, জ্ঞান হারালেন অভিনেত্রী

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে সেলিমকে বলতে শোনা যায়, ‘সালমান আসলে খুবই সহজ সরল একজন মানুষ। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের কোয়ালিটিগুলো খুঁজতে শুরু করে।’

সেলিম বলেন, ‘সালমান চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।’

আরও পড়ুন: এক বছরে দুই সন্তানের জন্ম, জরায়ুর অসুখে কাহিল অভিনেত্রী


বিজ্ঞাপন


গত বছর মুক্তি পায় সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ছবিটি। এ বছর মুক্তির পায় তার ‘টাইগার থ্রি’ সিনেমাটি। এতে বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিটি মানসম্মান বাঁচিয়েছে ভাইজানের। তিনি এখন ব্যস্ত ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর