সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিন দিন শুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ালেন রণবীর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

তিনদিন শুটিং করে সিনেমা থেকে সরে দাঁড়ালেন রণবীর 

অপেশাদারিত্বের অভিযোগ উঠেছে বলিউড তারকা রণবীর সিংয়ের ওপর। তিন দিন শুটিংয়ের পর ছবি থেকে সরে দাঁড়ানোয় এ অভিযোগ তোলা হয়েছে তার দিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘রাক্ষস’ নামের একটি দক্ষিণী ছবিতে যুক্ত হয়েছিলেন রণবীর। বিগ বাজেটের এ ছবির শুটিংয়েও যোগ দিয়েছিলেন নায়ক। তবে তিন দিন পর আর পাত্তা পাওয়া যায়নি তার। এ কারণেই তার ওপর অপেশাদারিত্বের অভিযোগ নির্মাতাদের। 


বিজ্ঞাপন


বলিউড মাধ্যম সূত্রে খবর, তেলুগু ছবি ‘হনুমান’-এর পর আরেকটি নতুন সিনেমার কাজ করতে চাইছিলেন দক্ষিণী পরিচালক প্রশান্ত। কিন্তু ‘রাক্ষস’ নিয়ে প্রথমে রণবীরের অতি উৎসাহ দেখে সেই কাজ বাতিল করে দেন। শুটিংয়ের জন্য উড়ে গিয়েও রণবীর কোনো ফার্স্ট লুক ভিডিওর কাজ করেননি। তার পরিবর্তে সোজাসুজি ছবির শুটিং শুরু করেন।

নির্মাতা বলেন, তিন দিন পর আমরা খুশিমনেই প্যাকআপ করি। কিন্তু তারপরই, রণবীর জানান, তিনি এই ছবির কাজ আর করতে পারবেন না। কিন্তু কেন? কারণও জানাননি। আমরা তো হতভম্ব!

এদিকে খবর, মুম্বাইয়ের কেউ নাকি রণবীরের কান ভাঙিয়েছেন এই ছবি না করার জন্য! তার পরিপ্রেক্ষিতেই প্রযোজকের প্রশ্ন, এই উপদেশটা সিনেমার শুটিং শুরু করার আগে নিলে কী হতো? এটা কি ইয়ার্কি হচ্ছে?

এদিকে রণবীরের হাতে আছে ‘সিংঘম এগেইন’এবং ‘ডন ৩’ছবির কাজ। জানা গেছে ‘সিংঘম এগেইন’-এর কাজ শেষ করে ‘ডন ৩’-এর কাজ হাতে নেবেন রণবীর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর