গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেফতার করে গুলি ছোড়া ওই দজনকে। এবার আটক অভিযুক্তরা দিলেন নতুন এক তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বাড়িতে গুলিবর্ষণের পরেই দুই শুটার সুরাটে পালিয়ে যান। সেখানে তাপি নদীতে তাদের বন্দুক ফেলে দেন। পুলিশের কাছে দেওয়া বয়ানেই দুই শুটার ভিকি গুপ্ত ও সাগর পাল এই তথ্য দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সালমানের বাড়ির সামনে গুলি, গ্যাংস্টারের দায় স্বীকার
ঘটনার দিন সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্ত্যিদ্বয়ের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।
এদিকে ঘটনার পর থেকেই ঘুরেফিরে আসছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম। আশঙ্কা সত্যি করে সেদিন দুপুর না হতেই ঘটনার দায় স্বীকার করেন লরেন্স। সেইসঙ্গে ফের ভাইজানকে দেন প্রাণনাশের হুমকি।
আরও পড়ুন: সালমানের বাড়ির সামনে গুলি, যা বলছেন তার বাবা ও ভাই
বিজ্ঞাপন
কয়েক বছর ধরে সালমানকে নিশানায় রেখেছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সংবাদমাধ্যমকেও একাধিকবার জানিয়েছেন তার জীবনের একমাত্র লক্ষ্য হলো এই বলি তারকাকে হত্যা করা।
এর কারণও ব্যখ্যা করেছিলেন লরেন্স। কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান। সেই থেকে তার ওপর চটে আছেন এই গ্যাংস্টার। কেননা লরেন্সের মতে কৃষ্ণসার হরিণ হত্যা করে সলমান বিষ্ণোই সম্প্রদায়কে অপমান করেছেন। এ কারণেই সালমানের ঘাড়ের ওপর সর্বদাই গরম নিশ্বাস ফেওলছেন তিনি।

