শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম: পারসা ইভানা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম: পারসা ইভানা 

কয়েক বছর ধরেই ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত শর্ট ফিল্ম ‘দুঃখিত’ ও নাটক ‘লাভবাজ’। দর্শকদের প্রশংসা পাচ্ছে কাজ দুটি। এবার পারসা জানালেন ব্যক্তিগত জীবনের ভালোবাসার কথা। টানা সাড়ে ছয় বছর রিলেশনে ছিলেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসা ইভানা বলেন, আমি এখন বাস্তববাদী একজন মানুষ। প্রেম-ভালোবাসা করে দেখেছি, লাভ নেই। কাজটাই আমার মূল ফোকাসের জায়গা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: অনন্ত জলিলকে নিয়ে ট্রল, যা বললেন পরিচালক

আরও পড়ুন: সংসদ থেকে দূরেই রয়ে গেলেন মাহি

এরপর তিনি বলেন, একসময় আমি টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কি না জানি না।

‘দুঃখিত’ শর্ট ফিল্মে পারসা ইভানার বিপরীতে ছিলেন জিয়াউল হক পলাশ। ‘লাভবাজ’-এ ইভানা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাফা কবির, সাইদুর রহমান পাভেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, শাশ্বত দত্ত, আরফান মৃধা শিবলু। ‘দুঃখিত’ ও ‘লাভবাজ’ নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর