সংসদ সদস্য হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে শেষে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখানেও গটে বিপর্যয়। নির্বাচনে গোহারা হারেন তিনি।
এদিকে নৌকা না পেয়ে ট্রাক নিয়ে সংসদে যেতে ব্যর্থ মাহি শেষমেশ ভরসা করেছিলেন সংরক্ষিত আসনের ওপর। সংগ্রহ করেছিলেন মনোনয়ন। কিন্তু সংসদে থেকে দূরেই রয়ে গেলন তিনি। কেননা সংরক্ষিত আসনও দেওয়া হয়নি এ নায়িকাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: তারকাদের কেউ পেলেন না সংরক্ষিত আসনের সদস্য পদ
আরও পড়ুন: তারকাদের মধ্যে কারা হতে পারেন সংরক্ষিত আসনের সদস্য
এদিকে শুধু মাহি নন, এবার কারও ভাগ্যে জোটেনি সংরক্ষিত আসনের সদস্য পদ। লাকী ইনাম, সুজাতা বেগমের মতো প্রবীণ শিল্পী থেকে শুরু করে ছিলেন এ প্রজন্মের সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়ার মতো তারকারা।
এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তিনি সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তিনিও পাননি সংরক্ষিত আসনের সদস্য পদ।

