রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনন্ত জলিলকে নিয়ে ট্রল, যা বললেন পরিচালক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

অনন্ত জলিলকে নিয়ে ট্রল, যা বললেন পরিচালক 

সম্প্রতি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং সময়কার একটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সাদা স্যান্ডু গেঞ্জি ও হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন অনন্ত জলিল, ইমন, সাঞ্জু এবং শিপন। এরমধ্যে উচ্চতা বাড়াতে স্তূপকৃত মাটির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনন্ত জলিলকে। 

এরপর থেকেই নেটপাড়ায় চলছে হাসির হুল্লোড়। অনন্ত জলিলের উচ্চতা বাড়ানোর বিষয়টি সহজভাবে নিতেই পারছেন না তারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবিটির সিনেমাটির নির্মাতা রাজীব বিশ্বাস। ট্রলকারীদের নিচু মানসিকতার বললেন তিনি।


বিজ্ঞাপন


সংবাদমাধ্যমকে রাজীব বলেন, ‘দেখুন একটি সিনেমার শুটিংয়ে অনেক কিছুই হয়ে থাকে। সেগুলো নিয়ে কেন আলোচনা হবে? আলোচনা-সমালোচনা হবে নির্মাণের পর। নির্মাতা হিসেবে অবশ্যই আমাকে তা হজম করতে হবে। কিন্তু এই বিষয়টি যা হয়েছে তা সমালোচনা কিংবা ট্রল নয়, একজন মানুষের দুর্বলতা নিয়ে এমন আলোচনা আমাদের নিচু মানসিকতার পরিচয়।’

এরপর তিনি বলেন, ‘শিল্পীদের ডেডিকেশন নিয়ে আপনি প্রশংসা না করুন। অন্তত এমন কাজে তাদের মনোবল ভাঙবেন না। এটা স্রেফ অন্যায়।’

নির্মাতা আরও বলেন, ‘দেখুন এখন সেটে ৪০০ জন জুনিয়র আর্টিস্ট, ৫০ জন প্রধান আর্টিস্ট ও ১৫০ জনের বেশি টেকনিক্যাল টিম নিয়ে আমি কাজ করছি। সবার হাতেই তো স্মার্ট ফোন আছে। আমরা যথেষ্ট সচেতন থাকার পরও যিনি এই কাজটি করেছেন তিনি কাজটি ঠিক করেননি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর