মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কিছুদিন আগে ইয়ামির মা হওয়ার গুঞ্জন শুরু হয়। পরিচালক স্বামী আদিত্যের সঙ্গে ক্যামেরাবন্দি হন ইয়ামি। সেই সময় অভিনেত্রীর পরনে ছিল সালোয়ার কামিজ। ক্যামেরা দেখেই ইয়ামি ওড়না দিয়ে পেট আড়াল করতে ব্যস্ত হয়ে পড়েন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরুর হয়। অবশেষে ‘আর্টিকেল ৩৭০’ ছবির অনুষ্ঠানে এসে নিজেরাই জানালেন সুখবর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছেলের হাতে প্রাণ গেল অভিনেত্রীর
আরও পড়ুন: কোটিপতি হয়েও সালমান খান কেন এক রুমের ফ্ল্যাটে থাকেন?
আদিত্য বলেন, ‘‘এই ছবিতে আমাদের পুরো পরিবার আছে। আমার ভাই আছে। স্ত্রী ইয়ামি আছে। আছে আমাদের অনাগত সন্তান। ইয়ামি অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সিনেমার শুটিং করেছে।’’
ইয়ামি বলেন, ‘‘আদিত্যকে ধন্যবাদ দেবো। কারণ ও না থাকলে এই অবস্থায় কীভাবে শুটিং করতে পারতাম, সেটা সত্যি জানি না। এই ছবিতে অনেকে শারীরিক কসরতের দৃশ্য রয়েছে। চিকিৎসকেদের পরামর্শ সবটা করেছি। সন্তানে নিরাপদে রেখে কীভাবে নিজের কাজের পথে এগিয়ে যাওয়া যায়, তার অনুপ্রেরণা আমি পেয়েছিস আমার মায়ের কাছ থেকে।’’

