রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই: জায়েদ খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই: জায়েদ খান 

নতুন বছরের শুরু থেকেই সানাই বাজছে বিনোদন অঙ্গনে। একের পর এক তারকারা বিয়ের পিঁড়িতে বসছেন। এতে করে যারা অবিবাহিত আছেন তারা যেন আরও চাপে পড়েছেন। কবে বিয়ে করছেন চারদিক থেকে ধেয়ে আসছে প্রশ্নটি। এবার এ নিয়ে মুখ খুললেন জায়েদ খান। জানালেন তার ম্যাচিউরিটি আসেনি এখনও।

সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, ‘আমি আবেগের বশে বিয়ে করব না। সত্যি বলতে, আমার বিয়ের ম্যাচিউরিটি আসে নাই। পরিবারের কাছে আমি এখনো ছোট। তারা সবাই একই কথা বলে। এ জন্য আমি বিয়ে নিয়ে সময় নিতে চাই।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: হলিউডের শিল্পীদের সঙ্গে আন্দোলন করেছি: জায়েদ খান

আরও পড়ুন: এক মেয়ে তার হলুদের অনুষ্ঠানে হাতে ‘জায়েদ’ লিখেছে: জায়েদ খান

তিনি আরও বলেন, ‘আমি বিভিন্ন সময় বলেছি, আমাকে অনেক মেয়েই বিয়ে করতে চান। বিয়ে করলেই কি সব সমাধান? আমি শিল্পী, আমার আলাদা জীবন আছে। সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এখন হুট করে বিয়ে করে খবরের শিরোনাম হতে চাই না—জায়েদ খানের বিয়ে ভেঙে গেল। ম্যাচিউরিটি এলেই বিয়ে করব।’

এদিকে সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’। এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর