পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে, এই দাবিতে আন্দোলন করছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। সম্প্রতি তাদের ডাকা ধর্মঘটে অংশ নিয়েছেন হলিউডের অভিনয়শিল্পীরাও। এদিকে টানা এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে জায়েদ খান। দেশে ফিরে জানালেন, তিনিও হলিউডের শিল্পীদের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হলিউডে এখন আন্দোলন চলছে। ওই সময় আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম। আমি তাদের আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছি। একদিন দেখলাম হলিউডের সব শিল্পী রাস্তায় নেমে আন্দালন করছে। আমিও তাদের সঙ্গে আন্দোলনে রাস্তায় নামলাম। সেখানে লোকাল চ্যানেলগুলো আমার কাছে এসেছিল। আমি বলেছি, শিল্পী সব জায়গায় শিল্পী। এখানে কোনো দেশ নেই।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার জন্মদিন আজ। দীর্ঘ এক মাসের বেশি সময় পর আজ দেশে এলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো বিমানবন্দরে আমার জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন। শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। এটিই জন্মদিনে আমার বড় পুরস্কার।’
আজ ৩০ জুলাই জায়েদের জন্মদিন। এদিন ভোর ৪টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জায়েদ। সেখানে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি।

