বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি। আজ ২৩ জানুয়ারি নায়করাজের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি কলকাতার টালিগঞ্জের নাকতলার ৮ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন রাজ্জাক।
বিশেষ এই দিনে নায়করাজকে স্মরণ করছেন চলচ্চিত্রাঙ্গনের মানুষজন। করছেন স্মৃতিচারণ। এই দলে আছেন নির্মাতা দেলয়ার জাহান ঝন্টু। সংবাদমাধ্যমকে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি জানান, নায়করাজকে দেখেই নির্মাতা হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শরণার্থী থেকে নায়করাজ রাজ্জাক
আরও পড়ুন: নায়করাজের অদৃশ্য স্নেহে এগিয়ে যাচ্ছেন শাকিব খান
ঝন্টু বলেন, ‘আমি বাংলা সিনেমার দর্শক হয়েছি রাজ্জাক ভাইয়ের জন্য। আগে উত্তম কুমার, সুচিত্র সেন, মধুবালা, দিলীপ কুমারের ছবি দেখতাম। রাজ্জাক ভাই চলচ্চিত্রে আসার পর উত্তম-সুচিত্রা সেনের কথা ভুলে গেলাম। দিলীপ কুমার-মধুবালা না হলেও চলে- এমন একটা অবস্থা। রাজ্জাক ভাই না থাকলে হয়তো আমি চলচ্চিত্রেই আসতাম না। তার ছবি দেখে আগ্রহ বেড়ে আমি চলচ্চিত্র বানাব। তার জন্যই বাংলা চলচ্চিত্রে দর্শক হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজ্জাক ভাই বাংলা চলচ্চিত্রের জন্য যা করেছেন এটা আর বলার অপেক্ষা রাখেনা। আমি তাকে দেখে নির্মাতা হয়েছি। তার থেকে শিখেছি। আমি দেলোয়ার জাহান ঝন্টু প্রায় শ’খানের ছবি নির্মাণ করেছি। আমার জীবনের যত অর্জন তাতে রাজ্জাক ভাইয়েরও ভাগ আছে।’

